বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এখন সৈয়দপুর–কিশোরগঞ্জের উন্নয়নই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। কারণ, এখানে যারা বসবাস করে তারা সবাই আমার পরিবারে মতোই।’
আজ শিল্পী বেবী নাজনীনের জন্মদিন। বর্তমানে নিউইয়র্কে আছেন তিনি। পারিবারিকভাবেই নিজের জন্মদিনের সময়গুলো পার করতে চান বেবী নাজনীন। অনলাইনে তিনি বলেছেন নিজের গান, অনুষ্ঠান আর দেশের শিল্প-সংস্কৃতি নিয়ে নানা কথা।
আগামী ১৭ জুলাই নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়টে আয়োজন করা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন লাইভ কনসার্ট। শিল্পী জানিয়েছেন, এবারের অনুষ্ঠানে তিনি গাইবেন উর্দু, হিন্দি গজলসহ হারানো দিনের বাংলা গান।